Tuesday, March 16, 2021

রমজানে ভেজালমুক্ত মসলা পাবো কোথায়?

রমজান মাস সিয়াম সাধনার পবিত্র মাস।

মুসলমানদের জন্য এই মাস সবচেয়ে মূল্যবান মাস।
এই মাসে আমরা সবাই রোযা রাখি এবং যার যার সামর্থ্য অনুযায়ী ইফতারির আয়োজন করি।
ইফতার ও সেহরিতে আমরা মজাদার পুষ্টিকর খাবার রাখার চেষ্টা করি। কিন্তু আমরা অনেকেই ভুলে যাই, খাবার তৈরির মূল উপাদান হচ্ছে মসলা।
আর এই মসলা যদি খাঁটি না হয়, তাহলে খাবার মজাদার হলেও খাবারের আসল পুষ্টিগুণ থাকে না।
কারণ, রমজান মাসে সারা বাংলাদেশে সবচেয়ে বেশি ভেজাল মসলা ছড়িয়ে পড়ে। তাই আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে।

আর সিয়াম সাধনার মাসে Safe Belly আপনাদের পাশে আছে ভেজাল মুক্ত খাঁটি হাতে তৈরি রান্নার সকল প্রকারের গুঁড়ো মসলা নিয়ে ।

আমাদের প্রডাক্ট এর দাম জানতে ভিজিট করুন
আরোও জানতে আমাদের ফেসবুক পেজ দেখতে পারেন

আমাদের যে কোন প্রডাক্ট কেনার পর যাদি আপনার মনে হয় পণ্যের মান ও স্বাদ ঠিক নেই বা আপনি সন্তষ্ট নন, নিঃশঙ্কচে ফিরিয়ে দিতে পারেন।
সবাই সুস্থ থাকুন ও ভালো থাকুন। সবার রমজান সফল হোক।


0 comments:

Post a Comment

 

Safe Belly Template by Ipietoon Cute Blog Design